Search
Close this search box.
Search
Close this search box.

নিজেদের সেনাকে গুলি করেছে উত্তর কোরিয়া

north-koreaউত্তর কোরিয়ার সেনাবাহিনীর গুলিতে দেশটির একজন সেনা অাহত অবস্থায় দক্ষিণ কোরিয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়া সীমান্তের পানমুনজম এলাকার একটি গ্রামে ওই সেনাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কনুই এবং কাঁধে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এক সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানিয়েছে।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘ কমান্ডের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে গেছেন। তবে এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সীমান্তে পাল্টা গুলি চালানোর ঘটনা ঘটেনি।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর যুগ্ম প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের সীমানার ৫০ মিটারের মধ্যেই ওই সেনা সদস্য আহত অবস্থায় পড়ে ছিলেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

উত্তর কোরিয়া এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। ঘটনাটি এমন এক সময়ে ঘটলো, যখন উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে টান টান উত্তেজনা বিরাজ করছে।

সূত্র : রয়টার্স