Search
Close this search box.
Search
Close this search box.

৮০ ভাষায় গান গাইতে পারে ১২ বছরের এই বালিকা

suchethaবয়স মাত্র ১২। এখনই ৮০টি ভাষায় গান গাইতে পারে সুচেতা সতীশ। তার লক্ষ্য, একটি কনসার্টে সবচেয়ে বেশি ভাষায় গান গেয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা। আগের রেকর্ড ভাঙতে আরও ৫টি ভাষার গান শিখছে দুবাইয়ের এই কিশোরী।

তার আপাত লক্ষ্য ৮৫ ভাষার শিল্পী হওয়া। ভারতের কেরালার মেয়ে সুচেতা থাকে দুবাইতে। দ্য ইন্ডিয়ান হাইস্কুলের ক্লাস সেভেনের ছাত্রী ২৯ ডিসেম্বর একটি কনসার্টে ৮৫টি ভাষায় গান গাওয়ার জন্য দিনরাত চেষ্টা করে যাচ্ছে।

chardike-ad

suchetha-with-familyআগে বিভিন্ন প্রতিযোগিতায় হিন্দি, মালয়লম, তামিলের মতো ভারতীয় ভাষায় ও ইংরেজিতে গান গাইতে দেখা গেছে তাকে। কিন্তু বিদেশি ভাষায় গান গাওয়ার দক্ষতা সে অর্জন করেছে মাত্র বছরখানেকের মধ্যেই।

গত এক বছরে ৮০টি ভাষার গান আয়ত্ব করেছে সুচেতা। সে জানিয়েছে, শখের বসে সে বিদেশি ভাষার গান শেখা শুরু করে। এক পর্যায়ে তা নেশায় পরিণত হয়। তার আশা, একদিন বিশ্বের সব দেশের ভাষায় গান গাওয়া শিখবে সে।