Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন আলোচনা নয় : উত্তর কোরিয়া

trump-kimপারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে উত্তর কোরিয়া। জেনেভায় জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হ্যান তায়ে সং বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার ওপর আবারও নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এবার সন্ত্রাসবাদের রপ্তানিকারক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের যে তালিকা রয়েছে তাতে উত্তর কোরিয়ার নাম অর্ন্তভূক্ত করার কথা বলা হচ্ছে। সাক্ষাৎকারে হ্যান তায়ে যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের তীব্র সমালোচনা করেন।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তরের দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে জানতে চাইলে হ্যান বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক নীতি অব্যাহত থাকবে এবং আমাদের দোরগোড়ায় যুদ্ধ যুদ্ধ খেলা অব্যাহত থাকবে ততোদিন পর্যন্ত কোনো আলোচনা হবে না।’

কোরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশের বিরুদ্ধে অব্যাহতভাবে যুদ্ধবিমানবাহী রণতরি এবং কৌশলগত বোমারু ও পারমাণবিক সরঞ্জামসহ সামরিক মহড়া অব্যাহত রয়েছে।

উত্তর কোরিয়া আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে কিনা জানতে চাইলে হ্যান জানান, এ ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই।