কুয়েত প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। পাসপোর্টের মেয়াদ পাঁচ বছরের পরিবর্তে ১০ বছর করার জন্য সরকারের কাছে বিভিন্ন দেশের প্রবাসীরা দাবি করে আসছে। আর এ দাবি পূরণ হতে যাচ্ছে বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।
১৫ মার্চ কুয়েতের ইরাক সীমান্তবর্তী এলাকা আবদালিতে বাউল সম্রাট, ২১ শে পদক প্রাপ্ত কবি শাহ আব্দুল করিমের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে লোক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এ কথা বলেন। চলতি বছরের জুলাই থেকে দেশে ১০ বছর মেয়াদের পাসপোর্ট প্রদান করা হবে।
এছাড়া সেপ্টেম্বর থেকে প্রবাসে কুয়েতসহ ৭টি দেশে প্রথম ধাপে ১০ বছর মেয়াদের পাসপোর্ট সেবা দেয়া হবে।
সৌজন্যে- জাগো নিউজ





































