Search
Close this search box.
Search
Close this search box.

যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া

usa-south-koreaবার্ষিক যৌথ সামরিক মহড়া আগামী মাসের গোড়ার দিকেই শুরু হচ্ছে। মঙ্গলবার একথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। সম্প্রতি উত্তর কোরিয়ার সাথে সিউলের সম্পর্কের বরফ গলা সত্ত্বেও তারা এমন ঘোষণা দিলো।

প্রতি বছর এ মহড়ায় হাজার হাজার স্থল সেনা অংশ নেয়। মহড়াটি দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা সৃষ্টির অন্যতম প্রধান কারণ। খবর এএফপি’র।

chardike-ad

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ এ মহড়াকে উত্তর কোরিয়া বরাবরই উসকানিমূলক আখ্যায়িত করে এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তাবের পর উত্তর-দক্ষিণ সম্মেলন আয়োজনের আলোচনা চলায় ধারণা করা হচ্ছিল যে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার স্বার্থে এ বছর মহড়া নাও চালানো হতে পারে।

গত মাসে দক্ষিণ কোরিয়ায় পিয়ংচং উন্টার গেমস অনুষ্ঠিত হওয়ায় মহড়াটি বিলম্বিত করা হয়েছে।
এদিকে ওয়াশিংটন ও সিউল জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এ যৌথ সামরিক মহড়ায় গত বছরের সমসংখ্যক সৈন্য অংশ নেবে।