Search
Close this search box.
Search
Close this search box.

সিউলের এপার্টমেন্টে হেলিকপ্টার ক্র্যাশ, নিহত ২

অনলাইন প্রতিবেদক, সিউল, ১৬ নভেম্বর ২০১৩:

20131116000024_0

chardike-ad

আজ সকালে সিউলের ৩৮ তলা একটি এপার্টমেন্টে হেলিকপ্টার ক্র্যাশের ঘটনায় দুইজন নিহত হয়েছে। সকাল ৮টা ৫৫ মিনিটে খাংনামের এই উঁচু দালানের উপরের দিকে হেলিকপ্টারটি আঘাত হানে। হেলিকপ্টারে থাকা পাইলট পার্ক ইন কিউ (৫৮) এবং কো জং জিন (৩৭) নিহত হয়েছেন। তবে এপার্টমেন্টের কোন বাসিন্দার হতাহতের ঘটনা ঘটেনি।

আঘাত আনা আই পার্ক (I-Park) ভবনটি সিউলের বিলাসবহুল এপার্টমেন্টগুলোর একটি হিসেবে পরিচিত। হেলিকপ্টারের আঘাতে ভবনটির ২১ তলা থেকে ২৭তলা পর্যন্ত ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছে ভবন কর্তৃপক্ষ। এলজি গ্রুপের এই হেলিকপ্টারটি কোম্পানীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যবসায়িক ভ্রমণে ব্যবহার করা হত বলে জানিয়েছে এলজি’র একজন কর্মকর্তা।

কোরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সী ম্যানেজমেন্ট জানিয়েছে কুয়াশার কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনাটি পরীক্ষা নিরীক্ষা করে এই ব্যাপারে পরিস্কার ধারণা দেওয়া যাবে বলে জানিয়েছেন তারা।