Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় শরণার্থীদের পুনর্বাসন নিয়ে গোলটেবিল বৈঠক

অনলাইন প্রতিবেদক, ১৭ নভেম্বর ২০১৩:

কোরিয়ান জাতীয় পরিষদের ভিআইপি কক্ষে জাতীয় মানবধিকার ফোরাম কোরিয়া আয়োজিত “কোরিয়ায় শরণার্থী পুনর্বাসন ও সামাজিক ইন্টিগ্রেশন” শীর্ষক গোলটেবিল বৈঠক গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। জাপান, আমেরিকা এবং কোরিয়ার সমন্বয়ে ত্রিদেশীয় এই গোলটেবিল বৈঠক পিনান অর্গানাইজেশনের পরিচালক হোতেগ লী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

chardike-ad

গোলটেবিল বৈঠকে কোরিয়ায় বসবাসরত শরণার্থীদের (রিফিউজি) জীবনযাত্রার মান উন্নয়ন, শরণার্থীদের স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়। শরণার্থীদের নিয়ে নতুন বিল পাশ হলেও কোরিয়ান সরকার কোনো গুরুত্বপূর্ণ নীতিমালা বা পদক্ষেপ নিতে বার্থ হয়েছেন বলে মন্তব্য করেন বক্তারা।

1474805_10151805359753935_1279389584_nবৈঠকে বেকারদের কর্মস্থানের ব্যবস্থা, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কোটা ভিত্তিক আসন সংরক্ষণ, শিক্ষাগত যোগ্যতাকে সমমানে স্বীকৃতি প্রদান, বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে স্বল্পসুদে বা কিস্তিতে হাউজিং ঋণ প্রদান, ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প প্রণয়নের উপর বিজনেস লোনের মাধ্যমে বিজনেস এ আগ্রহী করে গড়ে তুলা, পরিবার পরিজনদের ভিসার প্রদান সহজতর করা, হেল্প বা পরামর্শ কেন্দ্র স্থাপনসহ তথ্যসম্বলিত ওয়েবসাইট করার বিষয়ে জোর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বিশেষ অথিতির বক্তব্য রাখেন বর্তমান ক্ষমতাসীনদল সেনুরি পার্টির চেয়ারম্যান মিস্টার হোয়াং ওয়। প্রধান বক্তা ছিলেন ইউএনএইচসিআর এর প্রতিনিধি ডির্ক হেবেকের। আরো বক্তব্য রাখেন রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত বাংলাদেশী সুফিয়ান শিকদার, রিসেটেলমেন্ট সার্ভিস ইউএস এর পরিচালক এনাসতাসিয়া ব্রাউন, ইউএনএইচসিআর স্টেলা অগালাদ। এছাড়া কোরিয়ার জাতীয় সংসদের সংসদ সদস্য বক্তব্য রাখেন।