Search
Close this search box.
Search
Close this search box.

okinosimaএই আধুনিক যুগেও জাপানে একটি দ্বীপ রয়েছে, যেখানে নারীদের প্রবেশ নিষেধ। দেশটির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দ্বীপটির নাম ওকিনোশিমা।

যেখানে রয়েছে মুনাকাতা তাইশা ওকিটসুমিয়া নামে একটি মন্দির, যা সমুদ্রে দেবীর সম্মানে নির্মিত। সমুদ্রগামী জাহাজের নিরাপদ যাত্রার উদ্দেশে এখানে পালিত হয় নানা আচার-অনুষ্ঠান। আশাহি শিম্বুন। এ দ্বীপকে কেন্দ্র করে আরও নানা রকমের নিষেধাজ্ঞা চালু আছে। তবে সেখানে নারীরা যেতে পারবেন না, এটা সবচেয়ে ব্যতিক্রম ও মান্ধাতার আমলের ধারণা।

chardike-ad

এছাড়া যে পুরুষরা ওই দ্বীপে যান, তাদেরও প্রথমে উলঙ্গ হয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন হতে হয়। এছাড়া এ দ্বীপে যাওয়ার বিবরণ তারা কাউকে কখনও বলতে পারবেন না।

খবরে বলা হয়, ওই দ্বীপে যারা যাবেন, তারা সেখান থেকে কোনো স্মৃতিচিহ্ন নিয়ে আসতে পারবেন না, একটি ঘাসের টুকরোও নয়। সম্প্রতি ইউনেস্কোর একটি উপদেষ্টা দল দ্বীপটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার পরামর্শ দিয়েছে। তালিকাভুক্ত হলে হয়তো দ্বীপটিতে নারীদের প্রবেশাধিকারও পাওয়া যাবে।

সূত্র- যুগান্তর