Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে নিয়ে মিথ্যা রিপোর্ট, তুর্কি চ্যানেলকে জরিমানা

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনকে নিয়ে মিথ্যা রিপোর্ট করায় একটি তুর্কি চ্যানেলকে জরিমানা করেছে সেদেশের রেডিও এন্ড টেলিভিশন সুপ্রীম কাউন্সিল। কোরিয়া কমিউনিকেশন্স কমিশন জানিয়েছে গত ২৫ ফেব্রুয়ারী চ্যানেলটি কুয়েতে একজন ফিলিপাইনের নাগরিককে হত্যা নিয়ে একটি সংবাদ প্রচার করে। সেখানে সন্দেহজনক খুনির ছবি দেখানোর সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনকে দেখানো হয়।

chardike-ad

চ্যানেলটি পিয়ংছাং অলিম্পিকের সময় প্রেসিডেন্ট মুন জে ইনকে নিয়ে দ্বিতীয়বারের মত ভুল করে। একটি সংবাদে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের স্বামী হিসেবে মুন জে ইনের ছবি দেখানো হয়।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে চ্যানেলটি সংবাদটি প্রত্যাহার করে এবং ক্ষমা প্রার্থনা করে।