Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় ভুয়া ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা আটক

malaysia-policeমালয়েশিয়ায় বাংলাদেশিদের নকল কাজের পারমিট সরবরাহের অভিযোগে এক ভুয়া ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তাকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী।

তিনি জানান, কয়েকজন বাংলাদেশির জন্য অপেক্ষা করার সময় সানওয়ে সিটি মলের সামনে থেকে জেমস তাই নামের ঐ মালয়েশিয়ার নাগরিককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বেশ কিছু ভুয়া ভিজিটিং কার্ড, বাংলাদেশি ও ভিয়েতনামের শ্রমিকদের জন্য তৈরি করা নকল স্পেশাল পাস উদ্ধার করা হয়। এরপর তার বাসায় তল্লাশি চালিয়ে ইমিগ্রেশন পুলিশের ইউনিফর্ম এবং শ্রমিকদের কাজের পারমিটের বিভিন্ন কাগজপত্রসহ অভিবাসন বিভাগের সরঞ্জামাদিও উদ্ধার করা হয় বলে জানায় অভিবাসন বিভাগ।

chardike-ad

আটক জেমস তাই বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন সময় ভিসা দেয়ার নাম করে টাকা নিয়ে তাদের নকল ভিসা সরবরাহ করত বলেও জানা গেছে।

সূত্র- সময় টিভি