Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ার সংসদ সদস্যদের মাথা ন্যাড়া করে প্রতিবাদ

অনলাইন প্রতিবেদক, ২১ নভেম্বর ২০১৩:

দক্ষিণ কোরিয়ার বামপন্থী দল ইউপিপি’র কয়েকজন সংসদ সদস্য মাথা ন্যাড়া করে তাদের দলের নেতাদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি বামপন্থী দলটির বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে দলের কয়েকজন সংসদ সদস্যকে গ্রেফতার করার পর দলটি বিভিন্নভাবে প্রতিবাদ করে আসছে। গত সোমবার কোরিয়ার সংসদে প্রেসিডেন্ট পার্কের বাজেট বক্তব্যের সময় বামপন্থী দল ইউপিপি দলের সদস্যরা প্লেকার্ড তুলে ধরেও প্রতিবাদ জানান।

chardike-ad

PYH2013111803100031500_P2সরকারী দল সেনুরি পার্টি দলটির কার্যকলাপ নিষিদ্ধের আবেদন জানানোর পর সাংবিধানিক আদালতে এখন মামলা চলছে। উত্তর কোরিয়াকে সহযোগিতা এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমের প্রমাণ আছে বলে দাবি করে সরকারের অভিযোগের পর গত ৫ সেপ্টেম্বর সংসদ সদস্য লি সক গে’কে গ্রেফতার করা হয়।