Search
Close this search box.
Search
Close this search box.

৭৮ শতাংশ কোরিয়ান ‘অখণ্ড কোরিয়া’ চান

অনলাইন প্রতিবেদক, সিউল, ২৩ নভেম্বর ২০১৩:

শতকরা ৭৮ ভাগ কোরিয়ান দুই কোরিয়ার একত্রীকরণ চান। হুন্দাই রিসার্চ ইন্সটিটিউটের এক সাম্প্রতিক জরিপে এমন তথ্য পাওয়া গেছে। তবে একত্রীকরণ প্রক্রিয়া এখনই শুরু করার ব্যাপারে অপেক্ষাকৃত তরুণদের মধ্যে আগ্রহ কম। অনূর্ধ্ব কুড়ি বছর বয়সীদের ৬৬.৮ শতাংশ অখণ্ড কোরিয়ার প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন। অনূর্ধ্ব ৩০, ৪০ ও ৫০ বছর বয়সীদের মধ্যে এই সমর্থন যথাক্রমে ৭৪.৯, ৮৪.৬ ও ৮৪.২ শতাংশের। আর বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞ মহলের ৯৮.১ শতাংশই একীভবন প্রশ্নে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জরিপটির ফলাফল প্রকাশ করা হয়।

chardike-ad

korea_map

তবে একত্রীকরণের কারণ ও প্রয়োজনীয় সময়কাল প্রশ্নে সাধারণ ও বিশেষজ্ঞদের চিন্তাভাবনায় স্পষ্ট বিভক্তি লক্ষ্য করা গেছে। ‘একীভবন জাতীয় স্বার্থে হওয়া উচিৎ’ এমনটা ৯৮ শতাংশ বুদ্ধিজীবী মনে করলেও জনসাধারণের মাঝে এরকম ধারণা কেবল ৬৭ শতাংশের। ৫৫.৪ শতাংশ আমজনতা বিশ্বাস করেন এ প্রক্রিয়া বাস্তবায়নে এক দশকেরও বেশী সময় প্রয়োজন। কিন্তু বিশেষজ্ঞদের শতকরা ৬৮.৬ ভাগের বিশ্বাস উদ্যোগ গ্রহণের ছয় থেকে দশ বছরের মধ্যেই এর বাস্তবায়ন সম্ভব। সাধারণ কোরিয়ানদের ১৯.৪ শতাংশ একীভবন অসম্ভব বলে মনে করেন। বিশেষজ্ঞদের মাঝে এই হার মাত্র দুই শতাংশ।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে চলা জরিপে মোট ৮১৪ জন সাধারণ নাগরিক ও ১০৫ জন বিশেষজ্ঞ অংশ নেন।