Search
Close this search box.
Search
Close this search box.

তিন বছরে ২৭ হাজার তরুণকে চাকরি দিবে কোরিয়ান সরকার

সিউল, ১ ডিসেম্বর ২০১৩:

তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্ঠির লক্ষ্যে সারা দেশে কমপক্ষে ২৭ হাজার লোকবল নিয়োগ করবে কোরিয়ান সরকার। ১৫ থেকে ৩৪ বছর বয়সীরাই সরকারী কোম্পানিগুলোতে নিয়োগ পাবে বলে জানিয়েছে কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়। সরকারের এই নতুন নীতিতে দেশটির ৪০০ টির বেশি সরকার চালিত কোম্পানিতে বেকার তরুণরা পর্যায়ক্রমে চাকরি পাবে।

chardike-ad

imagesগতমাসে কোরিয়ার মন্ত্রিপরিষদ একটি সংশোধিত ডিক্রি পাশ করে। এই ডিক্রিতে কমপক্ষে ৩ শতাংশ কোটা তরুণদের জন্য রাখার নির্দেশ রয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৪০১ টি পাবলিক কোম্পানিতে বর্তমানে মোট কর্মচারী সংখ্যা ২,৫৩৭০৭ জন।

নতুন এই ৩ শতাংশ কোটা নিয়মের ফলে আগামী তিন বছর ধরে বাৎসরিক ৯০০০ তরুণ শ্রমিকের কর্মসংস্থান হবে বলে আশাপোষণ করেছে মন্ত্রণালয়। নতুন করে সৃষ্ট এই আইনের সব চাকরি হবে কাজ ফুলটাইম ভিত্তিতে। প্রাথমিকভাবে এই প্রক্রিয়া তিন বছর ধরে চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।