Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ গ্রুপ অব কোম্পানীর এলজি’র চেয়ারম্যান বোন মু  মারা গেছেন। ৭৩ বছর বয়সী কোরিয়ার এই শীর্ষ ব্যবসায়ী আজ সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই বছরের শুরুতে এলজি গ্রুপের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সর্বশেষ বক্তব্য রাখেন। তার শেষকৃত্য অনুষ্ঠান ছোট পরিসরে পারিবারিকভাবেই হবে বলে জানানো হয়েছে তার পরিবারের পক্ষ থেকে।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার লিজেন্ড ব্যবসায়ী এলজি গ্রুপের অনারারী চেয়ারম্যান ছা খিয়ং এর বড় সন্তান বোন মু ১৯৪৫ সালে জিনজুতে জন্মগ্রহণ করেন। ইয়নসে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষে শেভল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি এমবিএ পাশ করেন। ১৯৭৫ সালে তিনি এলজিতে চাকরি শুরু করেন এবং ১৯৯৫ সালে তিনি এলজি’র চেয়ারম্যান হন।

বোনমু’র আমলে এলজি’র ব্যবসা সারাবিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তিনি তার ব্যবসার পলিসিতে গবেষণায় বিনিয়োগকে অগ্রাধিকার দিয়েছিলেন। বর্তমানে এলজি দক্ষিণ কোরিয়ার চতুর্থ শীর্ষ গ্রুপ অব কোম্পানী।