Search
Close this search box.
Search
Close this search box.

ক্রেতার দায়ের করা মামলায় কোরিয়ান চেইন শপের জরিমানা

অনলাইন প্রতিবেদক, ৭ ডিসেম্বর ২০১৩, সিউল:

দোকানের অপরিষ্কার মেঝেতে পড়ে গিয়ে আহত হওয়া এক ক্রেতার দায়েরকৃত ক্ষতিপূরণ মামলায় রিটেইল চেইন শপ কিম’স ক্লাবের মালিকপক্ষ ই-ল্যান্ড রিটেইলকে চার কোটি বারো লাখ উওন জরিমানা করেছে সিউলের জেলা আদালত।

chardike-ad

PYH2010021908950001300_P2খবরে প্রকাশ, ২০১১ সালের আগস্ট মাসে ছই নামের একজন ভদ্রমহিলা দোকানটির ভিতর হাটার সময় মেঝেতে পড়ে থাকা কিছুতে পিছলে গিয়ে কোমরে গুরুতর আঘাত পান। ঘটনার পরপরই তাকে স্থানীয় হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। তার মেরুদণ্ডে দু’দফায় অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসার খরচ বাবদ ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেন ছই। বৃহস্পতিবার দেয়া মামলার রায় তার পক্ষেই গিয়েছে। আদালতের আদেশে বলা হয়, “দোকানের ভিতর ক্রেতাদের নিরাপত্তা দেবার দায়িত্ব কর্তৃপক্ষের। সেটা নিশ্চিত করতে না পারার দায় তাদেরকেই নিতে হবে।”