Search
Close this search box.
Search
Close this search box.

বিমান শনাক্তকরণ অঞ্চল বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া

অনলাইন প্রতিবেদক, ৮ ডিসেম্বর ২০১৩, সিউল:

এবার বিমান শনাক্তকরণ অঞ্চল বা এডিজেডএ বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। পূর্ব চীন সাগরে এই এডিজেডএ বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। চীন যে এলাকা নিয়ে এডিজেডএ ঘোষণা করেছে তার ভেতরে পড়বে সিউল ঘোষিত কিছু এলাকা। দক্ষিণ কোরিয়ার এ ঘোষণার ফলে চলমান উত্তেজনা বাড়বে বলে মনে করা হচ্ছে।

chardike-ad

 

GYH2013112800060034101_P1

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এডিজেডএ বাড়ানোর এ ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় থেকে জানানো হয় , এ অঞ্চলটি বিস্তৃত থাকবে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উপকূলের ডুবো পাহাড় পর্যন্ত।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতি-নির্ধারণী বিভাগের প্রধান জ্যাং হিউক বলেন, “সংশ্লিষ্ট দেশগুলোকে আমরা এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছি এবং বিষয়টি মূলত আন্তর্জাতিক নিয়মের মধ্যেই রয়েছে বলে জানান তিনি । তিনি আরও বলেন , এই নিয়ে কোনরকম বাড়াবাড়িও করা হয়নি।

তিনি দাবি করেন, “উত্তর-পূর্ব এশিয়ায় আমরা শান্তি ও সহযোগিতার জন্য চেষ্টা করছি সে কারণে বিশ্বাস করি এ পদক্ষেপ চীন ও জাপানের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।” জ্যাং হিউক আরো বলেন, নতুন এ শনাক্তকরণ অঞ্চল প্রতিবেশি কোনো দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করবে না।

আগামী ১৫ ডিসেম্বর থেকে দক্ষিণ কোরিয়া এ সিদ্ধান্ত কার্যকর করবে বলে জানা যায় ।