Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় ধর্মঘটে দেড় সহস্রাধিক রেল শ্রমিক

অনলাইন প্রতিবেদক, ১০ ডিসেম্বর ২০১৩, সিউল:

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রয়ত্ত রেল পরিবহণ সার্ভিস কোরিয়া রেলওয়ের একটি সাম্প্রতিক পরিকল্পনা বাস্তবায়ন না করার দাবীতে সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে কোরিয়া রেলওয়ে শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার রেলওয়ের একটি নিয়মিত বৈঠকে প্রস্তাবিত পরিকল্পনাটি অনুমোদন দেয়ার কথা রয়েছে।

chardike-ad

다운로드 (2)সোমবার সকাল ৯ টা থেকে শুরু হওয়া ধর্মঘট এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল। এর আগে রবিবার শ্রমিক নেতৃবৃন্দের সাথে কর্তৃপক্ষের সমঝোতা বৈঠক কোন মতৈক্য ছাড়াই শেষ হয়। শ্রমিক নেতাদের দাবী সুসো, সিউল ও জলা প্রদেশকে সংযুক্তকারী কেটিএক্স সার্ভিস পরিচালনার জন্য যে সম্পূরক সংস্থা গঠনের প্রস্তাব করা হয়েছে তা সরকারি প্রতিষ্ঠানটির বেসরকারিকরণেরই নামান্তর।

এদিকে ধর্মঘটের কারনে সিউল ও এর আশেপাশের এলাকায় কেটিএক্স বুলেট ট্রেনের চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। কিছু পণ্যবাহী ও দূরপাল্লার ট্রেন সার্ভিসও বন্ধ রয়েছে।