Search
Close this search box.
Search
Close this search box.

সিউলে বিদেশী শব্দের ভুল বানানের সাইনবোর্ড সংশোধনের উদ্যোগ

সিউল, ১২ ডিসেম্বর ২০১৩, সিউল:

সিউল নগর সরকার রাজধানীতে বিদেশী ভাষায় ভুল বানানে লেখা সাইনবোর্ডসমূহ সংশোধনের লক্ষ্যে একটি বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে। এ কর্মসূচীর আওতায় ১১ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারী পর্যন্ত যে কোন কোরিয়ান নাগরিক, কোরিয়ায় বসবাসরত অভিবাসী কিংবা বিদেশী পর্যটকরা http://www.visitseoul.net ও http://wow.seoul.go.kr সাইট দুটিতে ভুল বানানের বিদেশী সাইনবোর্ডের ব্যাপারে অভিযোগ দাখিল করতে পারবেন।

chardike-ad

120614_p01_hangeulসঠিক বানান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে http://dictionary.seou.go.kr সাইটটি থেকে। নগর সরকারের উপদেষ্টা পরিষদ প্রাপ্ত অভিযোগগুলো খতিয়ে দেখবে এবং সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষকে অবহিত করবে।