Search
Close this search box.
Search
Close this search box.

‘আর্জেন্টিনার মোট জনসংখ্যার দ্বিগুণ সমর্থক রয়েছে বাংলাদেশে’

argentina-supporter-bdবাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকের সংখ্যা কত? এই হিসেব বলা মুশকিল। বাংলাদেশের মোট জনসংখ্যার অন্তত অর্ধেক ধরতে হবে। ১৬ কোটি মানুষ হলে ৮ কোটি আর্জেন্টিনা সমর্থক। আর আর্জেন্টিনার জনসংখ্যা? ২০১৬ সালের আদমশুমারি মতে সাড়ে চার কোটি। সুতরাং, আর্জেন্টিনার মোট জনসংখ্যার চেয়ে সেই দেশটির দ্বিগুণ বেশি সমর্থক রয়েছে বাংলাদেশে। আর্জেন্টিনার সমর্থক বেশি এই কথা বলে, বিশ্বকাপে বিশেষ সুবিধা পেয়েছিলেন বলে জানালেন বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন।

‘বিশ্বকাপের মাতাল হাওয়া’র উদ্বোধনী অনুষ্ঠানে এসে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানান তিনি। মোস্তফা মামুন তার বক্তব্যে বলেন, ‘আমিও বিশ্বকাপ কাভার করতে গিয়েছিলাম। বিশ্বকাপ নিয়ে মজার একটা ঘটনা বলি। সেখানে সাংবাদিকদের আলাদা প্রেসবক্স আছে। মিডিয়া জোন আছে। সংবাদ সম্মেলনের জন্যও আলাদা টিকিট নিতে হয়। যদিও সাংবাদিকদের জন্য আলাদা প্রেসবক্সে শুধু যে দেশের খেলা কিংবা বিশ্বকাপে অংশগ্রহণ রয়েছে- সে দেশের সাংবাদিকদেরই টিকিট দেয়া হয়। তবুও আমি চেষ্টা করলাম, দেখি টিকিট নেয়া যায় কি-না? তো আমার সামনে ছিলেন এক ভারতীয় সাংবাদিক। আমি খেয়াল করছিলাম, তিনি কী করেন। কেননা ওদের মাথায় এসব নিয়ে বুদ্ধি একটু বেশিই। দেখলাম, ওকে জিজ্ঞেস করা হলো তোমার কেন টিকিট লাগবে? সে বললো, আমাদের দেশে ১০০ কোটি মানুষ ফুটবলভক্ত। তো আমার এখানে যাওয়া উচিৎ। সাথে সাথে দেখলাম, তাকে টিকিট দিয়ে দিল। আমি ভাবলাম, আমি তো আর একই কথা বলতে পারি না। আমাকে জিজ্ঞেস করা হরো, তুমি কেন টিকিট কাটতে এসেছ? আমি তখন বললাম, আমাদের দেশে আর্জেন্টাইন সাপোর্টারের সংখ্যা আর্জেন্টিনার জনসংখ্যার চেয়ে অনেক বেশি। দেখলাম, সঙ্গে সঙ্গে আমাকেও টিকিট ধরিয়ে দিলো। বললো, হ্যাঁ তুমি টিকেট পেতে পার।’

chardike-ad

সৌজন্যে- জাগো নিউজ