বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহী আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত ১৯ ক্যাটাগরী কর্মী নিয়োগের পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ অন্যান্য প্রফেশনাল খাতে কর্মী নিয়োগে বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আলী মেহেরী মঙ্গলবার এক বৈঠকে এ কথা জানান। খবর- বাসস।

ঢাকার ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসির সাথে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎকালে কর্মী নিয়োগের সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সম্প্রতি স্বাক্ষরিত সংযুক্ত আরব আমিরাতে কর্মী নিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর, বিভিন্ন পেশায় সে দেশে কর্মরত কর্মীর সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন পেশায় নিয়োগের সম্ভাবনাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পায়।

এ সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন এবং প্রফেশনাল খাতে কর্মী নিয়োগের সম্ভাবনাসহ নিয়োগের বিষয়ে আশ্বস্ত করেন। এছাড়া বৈঠকে অচিরেই সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে একটি জয়েন্ট কমিটির সভা করার বিষয়ে আলোচিত হয়। এতে উভয় পক্ষ সম্মত হয়।

সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কর্মসংস্থান) ড. আহমেদ মনিরুছ সালেহীন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া মহাপরিচালক তারেক আহমেদ উপস্থিত ছিলেন।