Search
Close this search box.
Search
Close this search box.

সৌদি আরবে ২১ আগস্ট পবিত্র ঈদুল আজহা

eid-moonসৌদি আরবে শনিবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ২০ আগস্ট পবিত্র হজ পালিত হবে। আর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২১ আগস্ট। শনিবার দেশটির সুপ্রিম কোর্টের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

সৌদি সুপ্রিম কোর্টের ঘোষণায় বলা হয়, শনিবার চাঁদ দেখা যাওয়ায় পবিত্র জিলহজ মাস শুরু হচ্ছে ১২ আগস্ট (রোববার) থেকে। সে হিসাবে এ মাসের ১০ তারিখ হয় ২১ আগস্ট। ওই দিন পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ উদযাপিত হবে।

chardike-ad

sentbe-adসৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, হিজরি ক্যালেন্ডারে চন্দ্র বছরের ১২তম মাস হচ্ছে জিলহজ মাস। আর ১০ জিলহজ ঈদুল আজহা পালিত হয়। এ মাসের ১০ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত এ তিন দিন ধর্মীয় রীতি অনুযায়ী পশু কোরবানি দেয়া যায়।

প্রসঙ্গত, ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আরবে নতুন চাঁদ দেখার একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। সে হিসাবে রোজা শুরু ও ঈদ উদযাপন বাংলাদেশে একদিন পরে হয়ে থাকে। ফলে বাংলাদেশে এ বছর ২২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনাই বেশি।