Search
Close this search box.
Search
Close this search box.

এবার চীনা সন্ন্যাসীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

china-sonnasiযৌন হয়রানির অভিযোগে চীনের একজন শীর্ষস্থানীয় সন্ন্যাসী বৌদ্ধ অ্যাসোসিয়েশন প্রধানের পদ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। মাস্টার জুচেং নামের ওই সন্ন্যাসী এর আগে ওই অভিযোগে সরকারি তদন্তের মুখোমুখি হন বলে জানা গেছে।

জানা গেছে, মাস্টার জুচেং বেইজিংয়ের উপকণ্ঠে লংকুয়ান মন্দিরের অধ্যক্ষ ছিলেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোরও একজন সদস্য তিনি। এ বিষয়ে চীনের বৌদ্ধ অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা মাস্টার জুচেংয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছে।

chardike-ad

এর আগে, আশ্রমের সাবেক দুই সন্ন্যাসী মঠের ওই অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত নথি উপস্থাপন করে। এ পরিপ্রেক্ষিতে চীনের ধর্মীয় কার্যক্রমবিষয়ক প্রশাসন তদন্ত শুরু করেছে।

এদিকে, ওই অভিযোগ অস্বীকার করেছেন জিওচেং। তিনি এ বিষয়ে চীনের ব্লগ ওয়েইবোতে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, মিথ্যা ও বিকৃত তথ্যের ওপর ভিত্তি করে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, চীনে হ্যাশট্যাগ মি টু আন্দোলন গতি পাওয়ার পর এটিই বিখ্যাত কোনো ব্যক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ। গত বছরের ডিসেম্বরে চীনে হ্যাশ মি টু পদ্ধতির আন্দোলন শুরু হয়।

সূত্র: সিনহুয়া