ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের বাসিন্দা আবু জাফর (৩৪)। গত ২৫ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু তিনি ৩১ আগস্ট ফিরলেন। তবে জীবিত নয় লাশ হয়ে। শুক্রবার বিকেলে নিজগ্রামে আবু জাফরের মরদেহ দাফন করা হয়। নিহত আবু জাফর আহমেদ ওই গ্রামের কাজী ফজলুর রহমানের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে তিনি বাহরাইন যান। সেখানে তিনি ডেন্টিং মিস্ত্রির কাজ করতেন। একটি গ্যারেজে শ্রমিক হিসেবে পুরাতন ইঞ্জিন বদলে নতুন করে তৈরি করাই ছিল তার কাজ।
জাফরের স্ত্রী ২ সন্তানের জননী খুশি খাতুন বলেন, ঈদে আমার স্বামী বাড়ি আসবে বলেছিল কিন্তু লাশ হয়ে ফিরবে এটা জানা ছিল না। মারা যাওয়ার আগের রাতেও তার সঙ্গে কথা হয়। তখন জাফর দেশে আসার কথা বলে। আমি জাফরকে তাড়াতাড়ি দেশে আসতে বলি। নিহতের মা সালেহা খাতুন কান্না জড়িত কণ্ঠে বলেন, ২৫ আগস্ট দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার স্বপ্ন পূরণ হলো না।
জানা গেছে, গত ১৯ আগস্ট বাহরাইনে ভবনে ইলেকট্রিকের কাজ করার সময় ভবন থেকে পড়ে গুরুতর আহত হন জাফর। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ আগস্ট মারা যান তিনি।