abu-ishaসম্প্রতি ফেসবুকে বাঁশি বাজিয়ে একটি ভিডিও আপলোড করেছেন আবু ঈসা নামে দক্ষিণ কোরিয়া প্রবাসি এক বাংলাদেশি। তার মন মাতানো সেই বাঁশির সুরে অনেকেই মুগ্ধ। ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

ভিডিও আপলোড করে ফেসবুকে তিনি লিখেন, ‘কিছু স্মৃতি হোক সারাজীবনের. কিছু উন্মত্ত হোক সেটি আজীবন বাঁচিয়ে রাখার উপকরন।’

chardike-ad

শুনুন আবু ঈসার মন মাতানো সেই বাঁশির সুর:

https://www.facebook.com/abu.isha/videos/1656687701067478/