Search
Close this search box.
Search
Close this search box.

এবার সমুদ্রের মধ্যে প্লেনের জরুরী অবতরণ

planeপশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল মাইক্রোনেশিয়ায় রানওয়ে মিস করে ৪৭ জন আরোহী নিয়ে শেষপর্যন্ত সমুদ্রেই অবতরণ করেছে প্লেন। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে এয়ার নিউগিনি এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ প্লেনটি দেশের আন্তর্জাতিক বিমানবন্দর ওয়েনোতে অবতরণ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে প্লেনের ৩৬ জন যাত্রী ও ১১ জন ক্রু’র কারও কোনো ক্ষতি হয়নি।

এয়ার নিউগিনি এয়ারলাইন্সের একটি বিবৃতিতে জানা গেছে, এয়ার নিউগিনির ফ্লাইট ৭২ দেশটির চুক রাজ্যের বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে পাইলট রানওয়ে মিস করে ফেলেন। এরপর তিনি বাধ্য হয়ে পাশের একটি ছোট দ্বীপের পানিতেই অবতরণ করেন প্লেন।

chardike-ad

planeওয়েনো আন্তর্জাতিক বিমানবন্দর কর্মকর্তা জিমিএমিলিও’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ওয়েনো বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে চৌক দ্বীপে অস্বাভাবিকভাবে অবতরণ করে বোয়িং-৭৩৭ প্লেন। পরে আরোহীরা কেউ সাঁতার কেটে কেউ নৌকায় করে স্থলে পৌঁছেছেন।

এ ঘটনায় কেউই গুরুতর আহত হননি। তারপরও আরোহীদের পরীক্ষা করে দেখার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাটির কারণ এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে একটি কমিশন গঠনের প্রস্তুতি চলছে।