শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৩ অক্টোবর ২০১৮, ৭:০১ অপরাহ্ন
শেয়ার

মাত্র ৩৫ রানেই গুটিয়ে গেল মিসবাহ-আকমল-শেহজাদরা


misbahসকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পাকিস্তানের ফয়সালাবাদের। সেই বৃষ্টি থেকে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে যখন খেলা শুরু হলো তখন মিসবাহ-উল-হক, আদনান আকমল, বিলাওয়াল ভাট্টি, তৌফিক ওমর, খুররাম শেহজাদদের ওপর দিয়ে রীতিমতো টর্নেডো বয়ে গেল!

কায়েদ-ই-আজম ট্রফিতে নিজেদের ষষ্ঠ ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৩৫ রানে অলআউট হয়েছে মিসবাহদের দল সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেড! ৩৫ রানে অলআউট হওয়া এই দালে ছিলেন চারজন আন্তর্জাতিক টেস্ট খেলা ক্রিকেটার। চারজন হলেন- মিসবাহ-উল-হক, তৌফিক ওমর, আদনান আকমল ও বিলাওয়াল ভাট্টি।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের বেশ বড় তারকা খুররাম শেহজাদও ছিলেন সুই নর্দান গ্যাস পাইপলাইনসের একাদশে। তারপরও কিনা দলটা গুটিয়ে গেছে মাত্র ৩৫ রানে!

দলে অধিনায়ক অনুমিতভাবেই মিসবাহ-উল-হক। আজ ষষ্ঠ ম্যাচের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন মিসবাহ। পাকিস্তানের সাবেক অধিনায়কসহ মোট ছয়জন ডাক মেরেছেন। দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন মাত্র একজন, বিলাওয়াল ভাট্টি। সাতে নেমে ২৬ বলে ১৫ করেছেন তিনি। সর্বোচ্চ ৩৫ বল খেলেছেন আলি ওয়াকাস।

মিসবাহদের এমন ভুতুড়ে স্কোরের বড় কারণ জুনাইদ খান। সম্প্রতি দুর্দান্ত বোলিং করতে থাকা জুনাইদ প্রতিপক্ষ হাবিব ব্যাংক লিমিটেডের হয়ে ১১ ওভার বোলিং করে ১৭ রান খরচায় তুলে নিয়েছেন ৭ উইকেট।