Search
Close this search box.
Search
Close this search box.

অস্ট্রেলিয়ায় পর্বতে ওঠার সময় বাংলাদেশির মৃত্যু

australiaঅস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন রাজ্যের ক্যালবেরি পর্বতে ওঠার সময় শরীরে পানির অভাবে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার পার্থ থেকে ৪৮৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ক্যালবেরি জাতীয় পার্কে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান ২৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ময়ূখ মুজাহিদ।

তারা প্রায় ৮ কিলোমিটার হেঁটে যাত্রা করছিলেন। ভ্রমণ শেষ হওয়ার খানিক আগেই স্থানীয় সময় একটার দিকে ময়ূখ জ্ঞান হারালে দ্রুত জরুরি সেবা কল করেন তার সঙ্গীরা। ক্যালবেরি জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ময়ূখকে বাঁচানোর চেষ্টা চালায়। তবে দুর্ভাগ্যবশত ঘটনাস্থলেই মারা যান।

chardike-ad

ময়ূখ মুজাহিদ সিডনি টেকনিক্যাল হাইস্কুল থেকে পড়াশোনা শেষে পার্থের মারডক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন। গত ২১ অক্টোবর ছিল তার জন্মদিন। পার্থেই বাস করতেন তিনি। তার মা কিশোয়ার জাহান ঝুমা চাকরির সুবাদে সিডনি বসবাস করেন। ছেলের মৃত্যুর সংবাদে ভীষণ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মুজাহিদের অকালমৃত্যুর ঘটনায় তার পরিবার পরিজনসহ সিডনি ও পার্থের বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকাহত পরিবেশ বিরাজ করছে।

এদিকে, প্রাথমিক তদন্ত শেষে পানিশূন্যতার জন্য মুজাহিদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয় পুলিশ। তাদের ধারণা, শরীরে পানিস্বল্পতার কারণে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। মুজাহিদের সঙ্গে খাবার পানি থাকলেও যথাসময়ে তিনি পানি পান করেননি বলে জানিয়েছে তারা।

জরুরি সেবা বিভাগের একজন মুখপাত্র বলেন, তার সঙ্গে যথেষ্ট পরিমাণ পানি ছিল না। তবে যতটুকু ছিল, তাও তিনি ঠিকমতো পান করেননি। তারা জানান, বিস্তারিত তদন্ত শেষে সব জানা যাবে।

সৌজন্যে- জাগো নিউজ