Search
Close this search box.
Search
Close this search box.

এবার জার্মানির মসজিদে দুর্বৃত্তদের আগুন

germany-mosjidজার্মানির হ্যাগেন শহরে একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। জার্মানিতে ক্রমেই মুসলিম ও ইসলাম বিদ্বেষের ঘটনা বাড়ছে। এ ঘটনা তারই অন্যতম উদাহরণ বলে মনে করা হচ্ছে।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানিয়েছে, হামলার শিকার নর্থ রাইন-ওয়েস্টফ্যালিয়া প্রদেশে অবস্থিত মসজিদটি ‘গ্রেট মস্ক অব হ্যাগেন’ নামে পরিচিত। জার্মানির সর্ববৃহৎ তুর্কি-মুসলিম সংগঠন ‘ইসলামিক কমিউনিটি ন্যাশনাল ভিউ’ (IGMG) মসজিদটি পরিচালনার দায়িত্বে রয়েছে। সিসিটিভি ফুটেজে এক সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তবে এ হামলায় কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছে মসজিদ কর্তৃপক্ষ।

উগ্র ডানপন্থী রাজনীতির উত্থানে সম্প্রতি জার্মানিতে বেড়েছে ইসলামবিদ্বেষ। গত বছর মুসলিমদের লক্ষ্য করে দেশটিতে ৮০০ এর বেশি হামলা পুলিশের তালিকাভুক্ত হয়েছে। জার্মানিতে মোট ৪.৭ মিলিয়ন মুসলমান বাস করেন। যার প্রায় ৩ মিলিয়ন মুসলমান তুরস্কের।