মসজিদে নববীর নান্দনিক সৌন্দর্য প্রকাশঃ ০৫-০৭-২০১৯, ১০:০৭ অপরাহ্ণ | সম্পাদনাঃ ০৫-০৭-২০১৯, ১০:০৭ অপরাহ্ণ রাতের বেলায় বৈদ্যুতিক বাতির আলোয় ঝলমল করছে মদিনা শরীফে অবস্থিত মসজিদে নববী। মসজিদে নববীর সামিয়ানা মেলে দেওয়া হয়েছে। নান্দনিক এই দৃশ্য দেখলে মুহূর্তেই মন জুড়িয়ে যায়। মসজিদে নববীর উপর থেকে তোলা ছবি। অসীম আকাশের সঙ্গে মসজিদে নববীর সৌন্দর্য মিলেমিলে একাকার হয়ে গেছে। মসজিদে নববীর আঙ্গিনায় ফিলার, যেগুলোতে গুটিয়ে রয়েছে সামিয়ানা। মসজিদে নববীর আঙ্গিনায় সামিয়ানা। উপর থেকে মসজিদে নববীর দৃশ্য।