শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২ অগাস্ট ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন
শেয়ার

এবার বরিশালের প্রধান কোচ আশরাফুল


ashrafulখেলোয়াড়ি জীবন শেষে এখন কোচিংয়ে মনোনিবেশ করেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আশরাফুলের নিয়োগ প্রসঙ্গে এনসিএল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আপনারা জেনে খুশি হবেন, আমাদের সেরা ক্রিকেটারদের একজন আশরাফুল। ওকে আমরা কোচ হিসেবে নিয়েছি। সে নিজেও ওই আগ্রহ দেখিয়েছে। সে বলেছে কোচ হতে চায়। যেহেতু সে বরিশালে দুই বছর খেলেছে, তাকে আমরা সেখানে কোচ হিসেবে নেওয়ার পরিকল্পনা করেছি।’

আশরাফুল এরই মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগে কোচিং করিয়েছেন। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সেও কোচের দায়িত্ব সামলেছেন তিনি। মূলত আইসিসির লেভেল-৩ কোচিং কোর্স করা সাবেক এই ক্রিকেটার আগ্রহ দেখিয়েছেন বলেই তাকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বিসিবি।

২০২৪ ও ২০২৫ মৌসুমের গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন আশরাফুল। প্রথমবার রংপুর শিরোপা জিতলেও পরেরবার অবশ্য রানার্সআপ হয়েছে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি। সেখানে অংশ নেবে আটটি বিভাগীয় দল।