শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২ অগাস্ট ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
শেয়ার

এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড


osman

উসমান গনি। ফাইল ছবি

ইংল্যান্ডের ইসিএস টি-টেন লিগে অবিশ্বাস্য এক ব্যাটিং ঝড় তুলে বিশ্ব রেকর্ড গড়েছেন আফগানিস্তানের ওপেনার উসমান গনি। এক ওভারে করেছেন রেকর্ড ৪৫ রান—পেশাদার ক্রিকেট ইতিহাসে যা সর্বোচ্চ।

শুক্রবার (১ আগস্ট) লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে গিলফোর্ডের বিপক্ষে মাঠে নামেন উসমান। ম্যাচের একটি ওভারে বোলার বিল এর্নির বিপক্ষে ঝড় তোলেন তিনি। সেই ওভারে মারেন ৫টি ছক্কা ও ৩টি চার। এ ছাড়াও ওভারে ছিল ২টি নো বল ও ১টি ওয়াইড। সব মিলিয়ে ওই এক ওভারে উঠেছে ৪৫ রান—যা এক ওভারে সর্বাধিক রানের নতুন রেকর্ড।

এই ম্যাচে উসমান গনি খেলেন ক্যারিয়ারসেরা ইনিংস। মাত্র ৪৩ বলের মোকাবেলায় তিনি করেন ১৫৩ রান! ইনিংসটি সাজান ১৭টি ছক্কা ও ১১টি চারে, যার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য—৩৫৫.৮১।

লন্ডন কাউন্টির হয়ে ইনিংস ওপেন করতে নামেন উসমান গনি ও ইসমাইল ওয়াহারমানি। ওয়াহারমানি ১৯ বলে ৬১ রান করে সঙ্গ দেন। উসমানের বিধ্বংসী ব্যাটিংয়ে দলটি ১০ ওভারে সংগ্রহ করে ২২৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে গিলফোর্ড ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয়। ফলে ৭১ রানের বড় জয় পায় লন্ডন কাউন্টি।

উল্লেখ্য, ২৮ বছর বয়সি উসমান গনি ২০১৪ সালে আফগানিস্তান জাতীয় দলে ওয়ানডে অভিষেক করেন। পরের বছর টি-টোয়েন্টিতে অভিষেক হয়। এখন পর্যন্ত খেলেছেন ১৭টি ওয়ানডে ও ৩৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।