শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৩ অগাস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশ-নেদারল‌্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত


bangladesh-netherlandসংযুক্ত আরব আমিরাতে আগামী সেপ্টেম্বরে বসছে এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টের আগে প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে সফরকারী নেদারল্যান্ডস দল। এর তিন দিন পর, ৩০ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বিসিবি জানিয়েছে, দুই বোর্ডের মধ্যে ই-মেইলের মাধ্যমে আলোচনা করেই সিরিজের তারিখ ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।

এর আগে নেদারল‌্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ৫টি-টোয়েন্টি খেলেছে। ৪টিতে বাংলাদেশ জিতেছে। নেদারল‌্যান্ডসের জয় ১টিতে। বাংলাদেশের মাটিতে দুই দল প্রথমবার টি-টোয়েন্টি ম‌্যাচ খেলবে।