শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১০ অগাস্ট ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন বাংলাদেশ


bangladesh-ubder-19-cricketযুব ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রোববার (১০ আগস্ট) জিম্বাবুয়ের হারারেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রান তোলে জুনিয়র টাইগাররা। জবাবে ২৩৬ রানে অলআউট হয়ে যায় যুবা প্রোটিয়ারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও মাঝে খেই হারিয়ে বসে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করার পর ৬৫ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যুবা টাইগাররা। চতুর্থ উইকেট জুটিতে সেই চাপ সামাল দেন কালাম সিদ্দিকী ও রিজান হোসেন। দুজন মিলে গড়েন ১১৭ রানের জুটি, যা দলকে বড় সংগ্রহ এনে দেয়। কালামের ৬৫ ও রিজানের ৯৫ রানের ওপর ভর করে শেষ পর্যন্ত ২৬৯ রান করে বাংলাদেশ।

শেষদিকে মো. আবদুল্লাহর ২৮ বলে ৩৮ ও সামিউনের ৮ বলে ১৩ রানের ঝোড়ো ইনিংস দলীয় রান বাড়াতে সাহয্য করে।

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দারুণ নৈপূণ্য দেখিয়েছেন রিজান হোসেন। ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করা এই ক্রিকেটার এ দিন বল হাতে একাই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার। ৩৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। তার সঙ্গে আল ফাহাদ ও স্বাধীন ইসলাম নেন দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো করলেও মাঝপথে ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। জোরিখ ভ্যান শালভিক (১৯) ও আদনান লাগদিন (৪০) উদ্বোধনী জুটিতে ৫৯ রান তুললেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। জ্যাসন রোলেস ৩৫, এনতানদো ৩৪ ও এমবাথা ২৯ রান করলেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। শেষ ওভারে বায়ান্দা মাজোলা বোল্ড হলে ২৩৬ রানে থামে আফ্রিকার ইনিংস, এবং শিরোপা ওঠে বাংলাদেশের হাতে।