বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রস্তুতি শুরু হবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ দিয়ে। তবে এই সিরিজটি শুধু প্রস্তুতি নয়, নারী আম্পায়ারিংয়ের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। জাতীয় পুরুষ দলের কোনো আন্তর্জাতিক সিরিজে প্রথমবারের মতো নারী আম্পায়ার হিসেবে দেখা যাবে সাথিরা জাকির জেসিকে।
তবে ফিল্ড আম্পায়ার নয়, তিনি দায়িত্ব পালন করবেন টিভি আম্পায়ার হিসেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। জেসির আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে নারী টি২০ বিশ্বকাপ, এশিয়া কাপ টি২০ এবং অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের মতো আসরে। তাই আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে তার আম্পায়ারিংয়ের সুযোগ আরও শক্তিশালী হবে।
বিসিবির আম্পায়ার বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু বলেন, “জেসি বিশ্বকাপে যাবে। তাই তাকে টিভি আম্পায়ার হিসেবে সুযোগ দেওয়া হচ্ছে। আমরা চাই তার উন্নতি হোক। ছেলেদের প্রেশার গেমে সুযোগ দিয়ে অভিজ্ঞতা বাড়ানো হচ্ছে। আমাদের মেয়েদের আম্পায়ারিংয়ে দুই-আড়াই বছরে অনেক উন্নতি হয়েছে, তাদের আরও বেশি সমর্থন করা উচিত।”
তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। ফোর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে জেসিকে এবং থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল।
সিরিজের দ্বিতীয় ম্যাচে জেসি থার্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন। অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মুকুল ও তানভীর। শেষ ম্যাচে মুকুল ও মোর্শেদ অনফিল্ড দায়িত্বে থাকবেন, আর জেসি থাকবেন ফোর্থ আম্পায়ার হিসেবে।





































