শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৪ অগাস্ট ২০২৫, ৮:৪৩ পূর্বাহ্ন
শেয়ার

হার দিয়ে টুর্নামেন্ট শেষ বাংলাদেশ ‘এ’ দলের


bangladesh-aঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলতে যাওয়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। তবে মুখে বলা সেই কথার প্রমাণ কাজে দিতে পারেননি সোহানরা। উল্টো গতবার ফাইনালে খেলার সুযোগ পেলেও এবার সেমিফাইনালেই উঠতে পারেনি তারা।

শনিবার (২৩ আগস্ট) অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটে হেরেছে নুরুল হাসান সোহানের দল। এই হারে ১১ দলের টুর্নামেন্টে ৬ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে নয় নম্বরে থেকে শেষ করতে হয়েছে দলকে।

ডারউইনে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭৫ রান তোলে বাংলাদেশ। ওপেনার জিসান আলম ৩৮ বলে ৫০ রান করেন ৫ চার ও ১ ছক্কায়। তবে নাইম শেখ (১৫) ও সাইফ হাসান (১৫) ব্যর্থ হন। অধিনায়ক সোহানও ৮ বলে ৬ রানের বেশি করতে পারেননি। দলের ইনিংস ভরসা দেয় আফিফ হোসেনের ঝোড়ো ব্যাটিং—২৩ বলে ৪৯* রান, যাতে ছিল ৫ চার ও ৩ ছক্কা। ইয়াসিরও ১৫ বলে ২৫* রান যোগ করেন।

জবাবে অ্যাডিলেইডের ওপেনার ম্যাকেঞ্জি হার্ভে একাই ম্যাচ ছিনিয়ে নেন। জ্যাক উইন্টারের সঙ্গে ১২.৪ ওভারে গড়েন ১২৩ রানের জুটি। উইন্টার ৩৫ বলে ৩৫ রানে আউট হলেও, ৫৩ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ম্যাকেঞ্জি।

বাংলাদেশের হয়ে সাইফ হাসান ২৮ রান দিয়ে নেন ২ উইকেট, মৃত্যুঞ্জয় চৌধুরী ১ উইকেট পান ৩২ রানে।