
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া উইং সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী নির্বাচনকে ঘিরে দলের প্রস্তুতি এবং ঢাকা-লন্ডন কূটনৈতিক সম্পর্কসহ পারস্পরিক আগ্রহের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রের ভাষ্য, রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে পারস্পরিক মতবিনিময় ছাড়াও, নির্বাচনপূর্ব সময়ের সামগ্রিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।



































