শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১২ ফেব্রুয়ারী ২০১৮, ৬:৪২ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


malaysia-accidentমালয়েশিয়ার পাহাং প্রদেশের ক্যামেরুন হাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় হেলাল (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মৃত জামাল গাজীর ছেলে।

জানা যায়, ভাগ্যের চাকা ঘুরাতে ২০১৬ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান হেলাল। কাজ করতেন ক্যামেরুন হাইল্যান্ডের একটি সবজি বাগানে। গত ১০ ফেব্রুয়ারি সেখানকার এক দুর্গম পাহাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। তার মরদেহ মালয়েশিয়া একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।