Search
Close this search box.
Search
Close this search box.

singapore-sorifulসিঙ্গাপুরে বিল্ডিংয়ে কাজ করার সময় দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ২২ নভেম্বর (শুক্রবার) ৩৭ বছর বয়সী এ বাংলাদেশি সেনগাংয়ের একটি নির্মাণ স্থানে দুর্ঘটনায় মারা যান। এ বছরে একই স্থানে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হলো।

নিহতের নাম শরিফুল ইসলাম। গ্রামের বাড়ি রাজশাহী। জনশক্তি মন্ত্রণালয়ের এক মুখপাত্র (এমওএম) বলেছেন, ধাতব ব্যারিকেড এবং ক্রলারের ক্রেনের পাল্টা ওয়েটের মধ্যে তিনি আটকা পড়েন।

নিহত শরিফুল ইসলাম নির্মাণ সংস্থা হি ঝান দ্বারা নিযুক্ত হয়েছিলেন। জনশক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিঙ্গাপুরের স্থানীয় পত্রিকা স্ট্রেইট টাইম থেকে জানা গেছে, তাকে অজ্ঞান অবস্থায় সেনজকাং জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জনশক্তি মন্ত্রণালয় ও দেশটির পুলিশ ঘটনাটি প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে।