Search
Close this search box.
Search
Close this search box.

corona-italyইতালির মিলানে প্রাণঘাতী করোনাভাইরাসে অপু নামে আরও এক বাংলাদেশি মারা গেছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় মিলানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানা গেছে, করোনায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থাই না ফেরার দেশে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে মিলান শহরে ছিলেন। পেশায় একজন ব্যবসায়ী।

তার এ মৃত্যুতে বাংলা কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশিরা সমবেদনা জানিয়েছেন। তার দেশের বাড়ি ঢাকা জেলায়। এ নিয়ে করোনাভাইরাসে ইতালিতে দুই বাংলাদেশির মৃত্যু হলো। অন্যদিকে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও চারজন।