দক্ষিণ কোরিয়ার মেয়েদের ব্যান্ড ব্ল্যাকপিংকের অন্যতম সদস্য লিসা প্রথমবার অস্কার মঞ্চে গান গেয়ে ইতিহাস রচনা করতে যাচ্ছেন। তিনিই প্রথম কোরিয়ান পপতারকা যাকে গাইতে দেখা যাবে অস্কারে। তবে একা নন, ব্রিটিশ গায়িকা রেই ও আমেরিকান র্যাপার দোজা ক্যাটের সঙ্গে তার একটি পরিবেশনা থাকছে এবারের আসরে। ৯৭তম অস্কার অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক রাজ কাপুর ও কেটি মুল্যান গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
গত ৭ ফেব্রুয়ারি প্রকাশিত ‘বর্ন অ্যাগেইন’ শিরোনামের একটি গানে একসঙ্গে কাজ করেছেন লিসা, দোজা ক্যাট ও রেই। এটি লিসা অভিনীত ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় মৌসুমে ব্যবহৃত হয়েছে। তার নতুন অ্যালবাম ‘অল্টার ইগো’তে থাকবে এই গান।
ব্রিটিশ অভিনেত্রী-গায়িকা সিনথিয়া এরিভো ও আমেরিকান গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে তাদের ব্লকবাস্টার ছবি ‘উইকেড’-এর গানের মেডলি পরিবেশন করবেন বলে আশা করা হচ্ছে।
আমেরিকান অভিনেত্রী-র্যাপার কুইন লতিফা গত ১২ মাসে প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের গান গেয়ে শ্রদ্ধা জাাবেন। এছাড়া থাকবে লস অ্যাঞ্জেলেস মাস্টার কোরালের সমবেত সংগীত পরিবেশনা।
অস্কারে সাধারণত সেরা মৌলিক গান বিভাগে মনোনীত গানগুলোর শিল্পী-সুরকারদের পরিবেশনা দেখা যায়। এবারের আসরে মনোনীত হয়েছে ‘এমিলিয়া পেরেজ’ ছবির ‘এল মাল’ (ক্লেমোঁ দ্যুঁকল, কামিল, জ্যাক অঁডিয়ার) ও ‘মি কামিনো’ (ক্লেমোঁ দ্যুঁকল, কামিল), ‘দ্য সিক্স ট্রিপল এইট’ সিনেমার ‘দ্য জার্নি’ (ডায়েন ওয়ারেন), ‘সিং সিং’ চলচ্চিত্রের ‘লাইক অ্যা বার্ড’ (অ্যাব্রাহাম আলেকজান্ডার, অ্যাড্রিয়ান কেসাদা), ‘এলটন জন: নেভার টু লেট’ প্রামাণ্যচিত্রের ‘নেভার টু লেট’ (এলটন জন, ব্র্যান্ডি কার্লাইল, অ্যান্ড্রু ওয়াট, বের্নি টপিন)। অনুষ্ঠানে এগুলোর পরিবেশনা থাকবে নাকি থাকবে না সেসব জানায়নি আয়োজকরা।
পুরস্কার তুলে দেবেন যেসব তারকা
গত ১১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সক্রিয় সদস্যরা ভোট দিয়ে ২৩টি বিভাগের বিজয়ী তালিকা চূড়ান্ত করেছেন। সেসব নাম জানা যাবে অনুষ্ঠানে।
গত আসরে সামনের সারির চারটি বিভাগে পুরস্কার জয়ীরা ফিরছেন অস্কার মঞ্চে। সেরা অভিনেতা কিলিয়ান মারফি, সেরা পার্শ্ব অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, সেরা অভিনেত্রী এমা স্টোন ও সেরা পার্শ্ব অভিনেত্রী ডে’ভাইন জয় র্যান্ডলফ পৃথকভাবে একটি করে বিভাগের বিজয়ীর নাম ঘোষণার পাশাপাশি অস্কারের সোনালি ট্রফি তুলে দেবেন।
পুরস্কার তুলে দেওয়াসহ বিভিন্ন অংশে মঞ্চে হাজির হবেন আমেরিকান উপস্থাপক অপরাহ উইনফ্রে, গায়িকা সেলিনা গোমেজ, অভিনেত্রী হ্যালি বেরি, স্কারলেট জোহানসন, এল ফ্যানিং, গোল্ডি হন, জুন স্কুইব, হুপি গোল্ডবার্গ, অ্যামি পোয়েলার, স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপি ক্রুজ, আনা ডি আরমাস, ফরাসি-আমেরিকান অভিনেত্রী লিলি রোজ-ডেপ, ডেনিশ অভিনেত্রী কনি নিয়েলসেন, আমেরিকান অভিনেতা বেন স্টিলার, উইলেম ড্যাফো, জন লিথগো, স্টারলিং কে. ব্রাউন, বোয়েন ইয়েং, ব্রিটিশ অভিনেতা জো অ্যালোইন। নেপথ্য থেকে বিভিন্ন আয়োজনের ঘোষণা দেবেন আমেরিকান অভিনেতা নিক অফারম্যান।
মনোনয়নে এগিয়ে
অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র হিসেবে অস্কারে সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে ‘এমিলিয়া পেরেজ’। এরমধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, আন্তর্জাতিক কাহিনিচিত্র, আবহ সংগীত, গানসহ বিভিন্ন মনোনয়ন। স্প্যানিশ ভাষার ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের জ্যাক অঁডিয়ার।
এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে দ্বিতীয় সর্বাধিক ১০টি করে মনোনয়ন পেয়েছে ‘দ্য ব্রুটালিস্ট’ ও ব্লকবাস্টার ছবি ‘উইকেড’। এছাড়া বিখ্যাত সংগীতশিল্পী বব ডিলানের বায়োপিক ‘অ্যা কমপ্লিট আননোন’ ও পোপ নির্বাচনের থ্রিলার ‘কনক্লেভ’ ৮টি করে মনোনয়ন পেয়েছে। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয়ী ‘আনোরা’ ৬টি আর ব্লকবাস্টার আরেক ছবি ‘ডুন: পার্ট টু’ ও ‘দ্য সাবস্ট্যান্স’ ৫টি করে মনোনয়ন পেয়েছে।
৯৭তম অস্কারের সময়সূচি
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে আগামী ২ মার্চ রয়েছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ আসর। বাংলাদেশ সময় ৩ মার্চ ভোর ৫টা ৩০ মিনিটে গতবারের মতোই ‘দ্য অস্কারস রেড কার্পেট শো’ সঞ্চালনা করবেন আমেরিকান নৃত্যশিল্পী-গায়িকা জুলিয়ান হাফ। তার সঙ্গে প্রথমবার লালগালিচায় থাকছেন কানাডিয়ান টিভি তারকা জেসি পালমার।
ভোর ৬টায় ডলবি থিয়েটারের মঞ্চে শুরু হবে মূল আয়োজন। আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন প্রথমবার অস্কার সঞ্চালনা করবেন। আগের আসরের মতোই এবারও অস্কারের সামাজিক মাধ্যম দূত হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রিটিশ কমেডিয়ান অ্যামেলিয়া ডিমোল্ডেনবার্গ। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু’তে সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি।