বৃহস্পতিবার । জুলাই ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৫ জুন ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
শেয়ার

সোমবার থেকে ভারি বর্ষণের পূর্বাভাস


আগামীকাল সোমবার থেকে দেশের বেশিরভাগ এলাকায় ভারি বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, এই বর্ষণ চলবে আগামী শনিবার পর্যন্ত।

গত কয়েকদিন ধরে দেশজুড়ে মৃদু তাপপ্রবাহে ভুগছে মানুষ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সঠিক হলে বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ কমে আসবে।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আসন্ন বৃষ্টিপাতের সঙ্গে থাকবে দমকা বাতাস ঝড়ো হাওয়া, কখনও কখনও থাকবে বজ্রপাত। ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এসব পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সম্ভাবনা আছে।

এপ্রিল-মের পরিবর্তে এবার জুন উষ্ণতম মাসে পরিণত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।