সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির বার্তা দিয়ে একটি বিশেষ উপহার দিয়েছেন পর্তুগাল কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদো । আর সেটা হাতে পেয়ে তাকে প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প।
চলতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প যখন কানাডার ক্যালগেরি শহরে পৌঁছান জিসেভেন নেতাদের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য, তখন তার হাতে রোনালদোর সাক্ষরিত পর্তুগালের জার্সি তুলে দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
তিনি ট্রাম্পকে জানান, জার্সিতে একটি বিশেষ বার্তা রয়েছে। এরপর বার্তাটি ট্রাম্পকে পড়ে শোনানো হয়। এদিকে বার্তাটি শুনে ট্রাম্প বলেন, “দুর্দান্ত, আমি এটাই পছন্দ করি। শান্তির জন্য খেলা।
ট্রাম্পকে পাঠানো রোনালদোর স্বাক্ষরিত জার্সি গ্রহণের মুহূর্তের ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তার বিশেষ সহকারী ও যোগাযোগ উপদেষ্টা মার্গো মার্টিন।