ময়মনসিংহের ফুলপুরে বাস ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শুক্রবার রাত ৮টায় উপজেলার কোরিয়ান ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, তারা ধারণা করছেন নিহত ও আহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ওই সড়ক দিয়ে বন্ধ হয়ে যায় যানচলাচল। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাজিয়াকান্দা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৬ জনের মৃত্যু হয়। কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুর্ঘটনার কারণে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, থানা পুলিশের সঙ্গে কথা বলে ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।