
শ্রীলঙ্কার মাটিতে কখনো সিরিজ জেতেনি বাংলাদেশ। ফলে আজ ইতিহাসের সামনে দাঁড়িয়ে টাইগাররা। আজ জয় পেলে ইতহাস।
তবে ইতিহাস গড়তে টাইগারদের সামনে লক্ষ্য বেশ বড়। প্রথমে ব্যাট করে কুশল মেন্ডিস দুর্দান্ত সেঞ্চুরি, অধিনায়ক চারিথা আশালঙ্কা ফিফটির ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিকরা।
অথচ দিনের শুরুতে লঙ্কান ওপেনার মাদুশকাকে (১) এরপর সেট ব্যাটার পাথুম নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিসকে তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার রান তখন ১০০। সেখান থেকে কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও চারিথা আশালঙ্কার ফিফটিতে বড় রানের পথে ওঠে স্বাগতিকরা। তারা ১২৪ রানের জুটি গড়েন।
কুশল মেন্ডিস ১১৪ বলে ১২৪ রান করে আউট হন। অধিনায়ক চারিথা আশালঙ্কা ৬৮ বলে নয়টি চারের শটে ৫৮ রান করে ফিরেছেন।









































