Search
Close this search box.
Search
Close this search box.

গুগল সার্চে শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের ৫টিই ভারতে

indian-university

সার্চ ইঞ্জিন গুগলে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে- এমন ২০টি বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করেছে গুগল। ভারতের ৫ টি বিশ্ববিদ্যালয় সে তালিকায় ঠাঁই করে নিয়েছে।

chardike-ad

বৃহস্পতিবার ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে জানানো হয়, সবচেয়ে বেশি খোঁজা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১ম স্থান দখল করেছে যুক্তরাষ্ট্রের ফিনিক্স বিশ্ববিদ্যালয়। শীর্ষস্থান দখলে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত অপর ৩ বিশ্ববিদ্যালয় হার্ভাড, স্ট্যানফোর্ড ও কলম্বিয়াকে পেছনে ফেলেছে।

২য় অবস্থানে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি; বিশ্বজুড়ে যেটি এমআইটি নামে পরিচিত।

বেশি খোঁজার তালিকায় যুক্তরাজ্যে দূরশিক্ষণ ধারণার পথিকৃৎ ওপেন ইউনিভার্সিটি আছে ৩ নম্বরে।

শীর্ষ ২০ এর মধ্যে ভারতের কালিকুট বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪ নম্বরে। এরপরে আছে আন্না বিশ্ববিদ্যালয়, ৬ নম্বরে। মুম্বাই বিশ্ববিদ্যালয় আছে ১১ নম্বর অবস্থানে। রাজস্থান বিশ্ববিদ্যালয় এবং আন্নামালাই বিশ্ববিদ্যালয়ের অবস্থান যথাক্রমে ১৮ ও ২০ নম্বরে।

গুগল প্রকাশিত তালিকার শীর্ষ ২০ টি বিশ্ববিদ্যালয় হলো-

১. ফিনিক্স বিশ্ববিদ্যালয়,
২. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি
৩. ওপেন ইউনিভার্সিটি
৪. ইউনিভার্সিটি অব কালিকুট
৫. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস
৬. আন্না ইউনিভার্সিটি
৭. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি
৮. লন্ডন স্কুল অব ইকোনমিকস
৯. কলাম্বিয়া ইউনিভার্সিটি
১০. নিউ ইয়র্ক ইউনিভার্সিটি
১১. ইউনিভার্সিটি অব মুম্বাই
১২. ইউনিভার্সিটি কলেজ লন্ডন
১৩. ইউনিভার্সিটি অব অক্সফোর্ড
১৪. ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি
১৫. হার্ভার্ড ইউনিভার্সিটি
১৬. ইউনিভার্সিটি অব কেমব্রিজ
১৭. লিবার্টি ইউনিভার্সিটি
১৮. ইউনিভার্সিটি অব রাজস্থান
১৯. ইউনিভার্সিটি অব মিশিগান
২০. আন্নামালাই বিশ্ববিদ্যালয়