বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২২ অক্টোবর ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনের দিন গণভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি: ডা. তাহের


taher

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মলনে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব দিয়ে বিএনপি অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, “আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি—রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছে। এখন প্রয়োজন সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি তৈরি এবং নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা।”

তিনি বলেন, “গণভোটে বিএনপি রাজি হলেও নির্বাচনের দিনই তা আয়োজনের প্রস্তাব দিয়ে জটিলতা তৈরি করছে। মূল বিষয় হলো গণভোট, এর সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সরাসরি সম্পর্ক নেই। বিএনপি আসলে জনগণের চাপে রাজি হয়েছে।”

জামায়াত নেতা আরও জানান, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য প্রশাসনে রদবদল আনার আহ্বান জানালে প্রধান উপদেষ্টা ইতিবাচক আশ্বাস দিয়েছেন। তাঁর ভাষায়, “প্রশাসন ও পুলিশের প্রায় ৭০ শতাংশ লোক একটি দলের প্রতিনিধিত্ব করছে। এদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”

এর আগের দিন (২১ অক্টোবর) বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।