
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “শুধু ১৯৭১ সালের ঘটনাই নয়, বরং ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত দলের পক্ষ থেকে যদি কারও মনে কষ্ট পেয়ে থাকেন বা কোনো ক্ষতি হয়ে থাকে, আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।”
বুধবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।
জামায়াত আমির বলেন, “এই ক্ষমা আমরা কমপক্ষে তিনবার চেয়েছি। গোলাম আযম চেয়েছেন, মতিউর রহমান নিজামী চেয়েছেন, আমিও চেয়েছি। কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম কারামুক্ত হওয়ার পরও আমি বলেছি- শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে জামায়াতের দ্বারা যদি কারও ক্ষতি হয়ে থাকে, তাহলে নিঃশর্ত ক্ষমা চাই।”
তিনি আরও বলেন, “আমরা মানুষ, ভুল আমাদের হতেই পারে। শত সিদ্ধান্তের মধ্যে একটি ভুলও যদি জাতির ক্ষতির কারণ হয়, তাহলে ক্ষমা চাইতে তো কোনো বাধা নেই। এখন বলা হচ্ছে, কোন ভাষায় ক্ষমা চাইতে হবে- আমরা তো বিনা শর্তে চেয়েছি, তার পরেও বাকি থাকে কী?”
ডা. শফিকুর রহমানের বক্তব্য অনুযায়ী, জামায়াত ইসলামীর অতীত কর্মকাণ্ড নিয়ে দলটি ইতোমধ্যে একাধিকবার আত্মসমালোচনামূলক অবস্থান নিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইতিহাসের ভুল স্বীকার করা ও ক্ষমা চাওয়াই মানবিকতা ও রাজনৈতিক পরিপক্বতার পরিচায়ক।
সভায় উপস্থিত স্থানীয় সাংবাদিকরা দলের বর্তমান অবস্থান, চলমান রাজনীতি ও মুক্তিযুদ্ধ-পরবর্তী ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুললে জামায়াত আমির সেগুলোর জবাব দেন।




































