বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৩ অক্টোবর ২০২৫, ৭:৪১ অপরাহ্ন
শেয়ার

আ. লীগ ও জাপাকে বাদ দিয়ে নির্বাচন হতে দেওয়া হবে না: জি এম কাদের


JAPA

জাতীয় পার্টি ও নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, “জাতীয় পার্টিকে রাজনীতি থেকে সরিয়ে দিতে নানা ষড়যন্ত্র চলছে। আমাদের বাদ দিতে পারলে জামায়াতে ইসলামীই লাভবান হবে। এই সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে। দেশের ইতিহাসে এর চেয়ে খারাপ আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি।”

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র টিকিয়ে রাখতে সব দলকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ জরুরি। “জাতীয় পার্টিকে বাইরে রেখে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না,” হুঁশিয়ারি দেন কাদের।

আলোচনা সভায় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জাতীয় ঐকমত্যের অভাবে দেশে বিভাজন তৈরি হচ্ছে। বর্তমান সরকার আগামী নির্বাচন নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে চায়, তাই নিরপেক্ষ ভোটের পরিবেশ এখন অনুপস্থিত।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার। জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে তা আমরা প্রতিহত করব।”

সভায় দলের সিনিয়র নেতারা বলেন, জাতীয় পার্টি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে শান্তিপূর্ণ গণআন্দোলনের পথে থাকবে।