বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
শেয়ার

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন ভিত্তিহীন: এনসিপি


Nasiruddin Patwary

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দাবি করা হচ্ছে, তিনি দলের পদ থেকে অব্যাহতি চেয়ে ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে এনসিপি।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সাথেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন-সংক্রান্ত কাজে তাঁর দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্বও পালন করছেন। তাঁর পদত্যাগ বা দল থেকে অব্যাহতির খবরটি সঠিক নয়।”

দলীয় সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে, এবং নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো সেই কার্যক্রমের অন্যতম নেতৃত্বে রয়েছেন।

দলের পক্ষ থেকে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে বলা হয়েছে, “নেতৃত্বে কোনো পরিবর্তন হয়নি, এনসিপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।”