
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ করেছেন- এমন খবরকে গুজব বলে খণ্ডন করেছেন দলের এই কেন্দ্রীয় নেতা নিজেই। তিনি বলেছেন, ভবিষ্যত সরকার গঠিত হওয়া পর্যন্ত তিনি দলের সঙ্গে থাকবেন এবং সরকারের মধ্যে অংশ নেবেন।
বৃহস্পতিবার রাতে একটি জাতীয় গণমাধ্যমে পাটওয়ারীর পদত্যাগ সংক্রান্ত সংবাদ ছাপা হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছিল যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মুখ্য সমন্বয়কের পদে বসানোর জন্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে সমঝোতা রয়েছে এবং তিনি ব্যক্তিগতভাবে দুই সপ্তাহ আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তবে এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত শুক্রবার পাঠানো এক বার্তায় সরাসরি জানিয়েছেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন এবং মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।”
শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত ঢাকা মহানগর ও ঢাকা জেলার জাতীয় সমন্বয় সভায় উপস্থিত থেকে নাসীরুদ্দীন নিজে সাংবাদিকদের বলেন, “আগামীতে সরকার গঠন পর্যন্ত আমি এনসিপির সঙ্গে থাকব এবং সরকার গঠন করব। সরকার গঠনের পর জনগণের সঙ্গে থাকব।” তিনি আরও বলেন, সামাজিক বা গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ ছড়ালে নেতাকর্মীরা বিভ্রান্ত হবেন; তাই সংবাদ পরিবেশনের আগে যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছেন।
দলের একাংশে আলোচিত হয় এমন গুঞ্জন ও কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থান নিয়ে যে জল্পনা সৃষ্টি হয়েছিল, তা সম্পর্কে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা পাওয়া যায়নি- তবে এনসিপির শীর্ষস্থানীয় একাধিক নেতা একইরকমভাবে গুজব বলে তা ত্যাগ করেছেন।



































